অগ্রণী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ড. জায়েদ বখতকে আবারও ব্যাংকটিতে চেয়ারম্যান নিয়োগের ব্যবস্থা করতে গত মঙ্গলবার (৮ ডিসেম্বর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংকটির এমডি বরাবর চিঠি দিয়েছে।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদ নিয়োগ দেবে তার চেয়ারম্যান। তার আগে কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তিপত্র নিতে হবে।
ড. জায়েদ বখত ২০১৪ সাল থেকে তিন বছর করে দুই দফায় ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এবারেরটিসহ তিনি তিন দফায় ৯ বছরের জন্য চেয়ারম্যান হচ্ছেন। রাষ্ট্রমালিকানাধীন কোনও ব্যাংকের চেয়ারম্যান পদে টানা ৯ বছর দায়িত্ব পালন করতে যাচ্ছেন। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখতকে প্রথমবারের মতো ২০১৪ সালের নভেম্বরে ব্যাংকটিতে চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার যা ইতিহাসে বিরল ঘটনা। এর আগে তিনি সোনালী ব্যাংকের পরিচালক ছিলেন।