ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ১০.০০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এস আলম কোল্ড রোল্ড স্ট্রিল এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা ২০ পয়সা বা ১০.০০ শতাংশ।
আর ১০ টাকা বা ৯.৯৫ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে হামি ইন্ডাস্ট্রিজ ।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ৯.৭১ শতাংশ, কাট্টালি টেক্সটাইল ৯.৬২ শতাংশ, শ্যামপুর সুগার মিলস ৯.৪৬ শতাংশ, ইবিএল ১ম মিউচুয়াল ফান্ড ৮.১৬ শতাংশ, ডিবিএইচ ১ম মিউচুয়াল ফান্ড ৫.৭১ শতাংশ, ইসলামীক ফাইন্যান্স ৫.৬০ শতাংশ ও সাউথ ইষ্ট ব্যাংক ৫.৪৯ শতাংশ দর বেড়েছে।