ইবিতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি

ইবিতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি

বিগত ১৬ বছরের আওয়ামী শাসনামলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগের দুর্নীতি তদন্তে তথ্য প্রমাণাদি সংগ্রহে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে গঠিত তদন্ত কমিটি। মঙ্গলবার (১৮ মার্চ) তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ফারুকুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, অফিস ও দপ্তরগুলোতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।


বিজ্ঞপ্তিতে কমিটিকে তদন্ত কাজে সহায়তার জন্য সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের নিকট নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুর্নীতি পৃষ্ঠপোষকতা বিষয়ে কোন কাগজপত্র, দলিল বা অন্য কোন প্রমাণাদি থাকলে তা আগামী ২৪ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটির আহ্বায়কের দপ্তরে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে। লিখিতভাবে, ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে তথ্য প্রদান করা যাবে। চাইলে উক্ত প্রয়োজনে মৌখিকভাবে বা টেলিফোনযোগেও তথ্য দিতে পারবে। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর গোপনীয়তা রক্ষা করবে তদন্ত কমিটি।


এর আগে গত রবিবার (১৬ মার্চ) তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটি ২০০৯ সালের ৯ মার্চ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুর্নীতির পৃষ্টপোষকতাকারীদের চিহ্নিতকরণ ও এ সংক্রান্ত তথ্য অনুসন্ধান করবে এবং ৯০ কার্যদিবসের মধ্যে উপাচার্যের নিকট তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


অর্থসংবাদ/সাকিব/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি