শ্রম আইন লঙ্ঘন নিয়ে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলো বিএটিবি

শ্রম আইন লঙ্ঘন নিয়ে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলো বিএটিবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) কুষ্টিয়ায় অবস্থিত তামাক প্রক্রিয়াকরণ কারখানায় প্রায় ৪৫ ধরনের শ্রম আইন ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হয়েছে বলে সম্প্রতি সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে প্রকাশিত সংবাদটির ব্যাখ্যা দিয়েছে প্রতিষ্ঠানটি।


বুধবার (১৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিএটিবি প্রকাশিত সংবাদটির ব্যাখ্যা দিয়েছে।


গত ১৬ মার্চ প্রকাশিত সংবাদে বলা হয়েছিলো, শ্রম আইন লঙ্ঘনের দায়ে মামলার মুখে পড়তে পারে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ।


প্রকাশিত সংবাদের ব্যাখ্যায় কোম্পানিটি জানিয়েছে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ডিফই (DIFE) কর্তৃক উত্থাপিত সকল বিধিগত পর্যবেক্ষণ লক্ষ্য করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। কোম্পানি তাদের নেওয়া চলমান পদক্ষেপগুলোর বিস্তারিত তুলে ধরেছে এবং ডিফই’র সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ সবসময় দেশের প্রযোজ্য আইন মেনে চলে এবং তাদের কর্মচারীরা দেশের আইনি কাঠামো অনুযায়ী তাদের প্রাপ্য সুবিধা পায়।


ডিএসইর অনুসন্ধানী চিঠির জবাবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ আরও জানায়, তারা একটি দায়িত্বশীল কোম্পানি হিসেবে সবসময় স্থানীয় আইন এবং বিধিমালা পূর্ণরূপে অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ। কোম্পানি এই বিষয়ে তাদের পদক্ষেপ এবং প্রতিক্রিয়া বিস্তারিতভাবে জানিয়ে তাদের নিয়মানুগতা নিশ্চিত করেছে।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন