এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৬০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পিপলস লিজিং এর দর কমেছে আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৮.৩৩ শতাংশ।
আর ১ টাকা ৫০ পয়সা বা ৬.৭৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং ৫.৮১ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজ ৫.৪৭ শতাংশ, ইন্দো বাংলা ফার্মা ৫.২৬ শতাংশ, সামিট পাওয়ার ৫.১০ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইল ৪.৯০ শতাংশ, বিডি ফাইনান্স ৪.৬২ শতাংশ এবং ইন্ট্রাকো ৪.৪২ শতাংশ কমেছে।