স্বর্ণের মূল্য নির্ধারণে মূল প্রভাবক কোভিড-১৯ ভ্যাকসিন

স্বর্ণের মূল্য নির্ধারণে মূল প্রভাবক কোভিড-১৯ ভ্যাকসিন
বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ যেমন দ্রুত ছড়িয়েছে, তেমনি করোনার লাগাম টানতে মানুষের মধ্যে আশাবাদও আগের তুলনায় বেড়েছে। আর এ আশাবাদের পেছনে ভূমিকা রেখেছে করোনা ভ্যাকসিন প্রাপ্তির সম্ভাবনা। এ সম্ভাবনা স্বর্ণের মূল্য নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করছে। ব্লুমবার্গ ও রয়টার্স সূত্রে এ তথ্য পাওয়া যায়।

যুক্তরাজ্য ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে। রাশিয়ার রাজধানী মস্কোতেও স্থানীয় মানুষদের দেশটির নিজস্ব ভ্যাকসিন স্পুটনিক ৫ প্রয়োগ করা হচ্ছে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামাল দিতে ভারত, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগের অনুমতি চেয়ে আবেদন করেছে ফাইজার।

করোনা সংক্রমণের ক্ষেত্রে ভ্যাকসিনসংক্রান্ত এসব অগ্রগতি ঘটেছে কয়েক সপ্তাহের মধ্যে। এ অগ্রগতি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উত্থান-পতনে প্রভাবক হিসেবে কাজ করেছে। যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে সর্বশেষ কার্যদিবসে প্রতি আউন্স স্বর্ণ ১ হাজার ৮৬১ ডলারে বিক্রি হয়েছে। দিনের শুরুতে মূল্যবান ধাতুটির স্পট মূল্য ১ হাজার ৮৫৫ ডলার ৭০ সেন্টে নেমে এসেছিল।

যদিও এর আগের কার্যদিবসে যুক্তরাষ্ট্রের স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৮৭৫ ডলার ৩৯ সেন্টে উঠেছিল। ২৩ নভেম্বরের পর এটাই মূল্যবান ধাতুটির সর্বোচ্চ দাম। সেই অবস্থান থেকে গতকাল কমে এসেছে স্বর্ণের দাম।

বিশেষজ্ঞরা বলছেন, ২০২০ সালের শুরুর সময় থেকে করোনা সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে স্বর্ণের দাম বেড়েছে। এমনকি আগস্ট নাগাদ মূল্যবান ধাতুটির দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়। তবে বছরের শেষ ভাগে এসে স্বর্ণের দামে উল্লম্ফনে অনেকটা লাগাম টানা সম্ভব হয়েছে।

ফিলিপ ফিউচার্সের কমোডিটি শাখার জ্যেষ্ঠ ব্যবস্থাপক অবতার সাধু বলেন, ভ্যাকসিনের ব্যবহার বাড়লে স্বর্ণের দাম দীর্ঘমেয়াদে কমতির দিকে থাকতে পারে। অন্যথায় আগামী বছরের শুরুর দিকে মূল্যবান ধাতুটির দামে নতুন রেকর্ডের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।

নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে সৃষ্ট অনিশ্চয়তা স্বর্ণের বাজারে প্রভাব ফেলেছিল। তবে অল্প সময়ের মধ্যে তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এখন কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তির সম্ভাবনা স্বর্ণের বাজারে নতুন করে টালমাটাল পরিস্থিতি তৈরির প্রেক্ষাপট সৃষ্টি করেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি