বিক্রি হয়ে গেল ইলন মাস্কের ‘এক্স’

বিক্রি হয়ে গেল ইলন মাস্কের ‘এক্স’

নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই-এর কাছে ৩৩ বিলিয়ন ডলারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (সাবেক টুইটার) বিক্রি করে দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।


শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় মাস্ক ঘোষণা করেছেন, তার কোম্পানি এক্স এখন তার কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই-এর অধীনে চলে যাবে।


২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনেছিলেন ইলন মাস্ক। বর্তমানে এক্স-এর ৬০০ মিলিয়ন (৬০ কোটি) গ্রাহক রয়েছে। এক্সএআই-এর বর্তমান বাজারমূল্য ৮০ বিলিয়ন ডলার, এবং এক্স-এর বাজারমূল্য দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার।


এছাড়া, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির ঋণের পরিমাণ ১২ বিলিয়ন ডলার। তবে, এটি এক্সএআই বহন করবে। মাস্ক তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, এই চুক্তির ফলে এক্স-এর মূল্যায়ন ৩৩ বিলিয়ন ডলার হবে।


মাস্ক এক্স-পোস্টে বলেছেন, এক্সএআই এবং এক্স-এর ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। আজ আমরা ডেটা, মডেল, গণনা এবং প্রতিভাকে একত্রিত করার পদক্ষেপ নিচ্ছি। এই সমন্বয় এক্সএআই-এর উন্নত এআই ক্ষমতা এবং দক্ষতাকে এক্স-এর বিশাল ব্যবহারকারীর সংখ্যার সঙ্গে মিশিয়ে অসীম সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।


তবে, মাস্ক এখন পর্যন্ত এক্স প্ল্যাটফর্মে কোন বড় পরিবর্তনের ঘোষণা দেননি। যদিও এক্সএআই-এর Grok চ্যাটবট ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে একীভূত করা হয়েছে।


মাস্কের ভাষ্যমতে, সম্মিলিত এই প্ল্যাটফর্মটি আরও স্মার্ট এবং অর্থপূর্ণ অভিজ্ঞতা প্রদান করবে। সম্মিলিত কোম্পানির মূল্য দাঁড়াবে ৮০ বিলিয়ন ডলার।


এদিকে, ২০২২ সালে টুইটার কেনার পর থেকে মাস্ক কিছু বড় পরিবর্তন এনেছেন, যার ফলে কিছু বিজ্ঞাপনদাতা সরে গেছে। অধিগ্রহণের কয়েক মাসের মধ্যেই তিনি কোম্পানির ৮০ শতাংশ কর্মী ছাঁটাই করেছিলেন এবং প্ল্যাটফর্মের মূলনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা