তৌকীর আহমেদের ‘স্ফুলিঙ্গ’, শুটিং আগামীকাল,মুক্তি মার্চে

তৌকীর আহমেদের ‘স্ফুলিঙ্গ’, শুটিং আগামীকাল,মুক্তি মার্চে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তৌকীর আহমেদ ‘স্ফুলিঙ্গ’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করছেন।

বুধবার (৯ ডিসেম্বর) রাজধানীর একটি ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে চলচ্চিত্রটির নাম ঘোষণা করা করা হয়।

সঙ্গে এই চলচ্চিত্রে যারা অভিনয় করবেন তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।চলচ্চিত্রটিতে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী জাকিয়া বারী মম, চিত্রনায়িকা পরীমনি, প্রবীণ অভিনেতা আবুল হায়াত, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, রওনক হাসান, শ্যামল মাওলা প্রমুখ। আবুল হায়াত ও মম ছাড়া সবাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সবকিছুই গুছিয়ে এনেছেন তৌকীর। আগামীকাল ১১ ডিসেম্বর থেকে গাজীপুরে তারই গড়া শুটিং স্পট নক্ষত্রবাড়িতে শুটিং শুরু করবেন। সেইসঙ্গে জানিয়ে দিয়েছেন সিনেমার মুক্তির সময়টাও।

অনুষ্ঠানে তৌকীর আহমেদ বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। বঙ্গবন্ধুর কর্মজীবন, তার আদর্শ এবং তিনি যে জাতির স্থপতি - বিষয়টি আরেকবার তরুণ সমাজের কাছে তুলে ধরতে চাই। আজকের তারুণ্য ও মুক্তিযুদ্ধের সময়কার তারুণ্যকে এতে তুলে ধরা হবে। অনেক আগেই আমরা শুটিং শুরু করতে চেয়েছিলাম, কিন্তু করোনার কারণে তা হয়নি। স্বাস্থ্যবিধি মেনে এবং সকল ধরনের নিয়ম মেনে আমরা চলচ্চিত্রটির শুটিং করবো।ছবিটি আরও আগেই নির্মাণ হওয়ার কথা ছিলো। কিন্তু করোনার কারণে পেছাতে হলো। অবশেষে শুরু করতে পারছি এটাই স্বস্তি। সবকিছু ঠিকভাবে এগুলে আসছে স্বাধীনতার মাস মার্চে মুক্তি দিতে চাই।

তিনি আরও জানান, ব্যান্ড দলের সদস্যদের নিয়ে চলচ্চিত্রটির গল্প এগিয়ে যাবে। সত্যিকারের ব্যান্ডদলের সদস্যরাই এতে অভিনয় করবেন।

প্রবীণ অভিনেতা মামুনুর রশীদ বলেন, তৌকীরের ‘রূপ কথার গল্প’ চলচ্চিত্রে এর আগে কাজ করেছি। আবার বহুদিন পর তার পরিচালনায় অভিনয় করতে যাচ্ছি। বিষয়টি সত্যি আনন্দের।

স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় ‘স্ফুলিঙ্গ’ নির্মিত হচ্ছে। চলচ্চিত্রটির সংগীতপরিচালনা করছেন পিন্টু ঘোষ। অনুষ্ঠানের এক ফাঁকে নিজের কণ্ঠে চলচ্চিত্রটির ‘দূরে রাখা ভোর তোমার নামে’ শিরোনামের গান পরিবেশন করে মুগ্ধ করেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

অল্পতেই সব শিখে যায় পদ্ম
২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’ শুরু ২৯ ডিসেম্বর
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ তারকা
২০০ কোটির ঘরে ‘ডাঙ্কি’
কাটা পড়লো অ্যানিমেলের ‘আপত্তিকর’ ২৭ মিনিট
‘পুলসিরাত’র জন্য দোয়া চান বুবলী
শীতে গলাব্যথা থেকে মুক্তির ঘরোয়া উপায়
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টিভিতে আবারও শুরু হচ্ছে সিসিমপুর
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে আরো আধুনিক করা হবে