জুলাই আহতদের চিকিৎসায় বরাদ্দ ২৫ কোটি, খরচ ১৯ কোটি

জুলাই আহতদের চিকিৎসায় বরাদ্দ ২৫ কোটি, খরচ ১৯ কোটি

জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ২৫ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ ছিল বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে নেওয়া এই অর্থের মধ্যে প্রায় ১৯ কোটি ৩০ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানান তিনি।


রবিবার (১৩ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।


স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আহতদের মধ্যে যাদের চিকিৎসার জন্য দেশে প্রয়োজনীয় সুবিধা ছিল না, তাদের থাইল্যান্ড, যুক্তরাজ্যসহ উন্নত দেশের হাসপাতালে পাঠানো হয়েছে।


আহতদের চিকিৎসায় কোনো কার্পণ্য করা হয়নি। অর্থ নয়, প্রাধান্য পেয়েছে চিকিৎসা। একই সঙ্গে পাকিস্তানের একটি যুদ্ধাহত পুনর্বাসন হাসপাতালে কিছু আহতকে পাঠানোর কথাও জানান তিনি। তিনি বলেন, পাকিস্তানের ওই হাসপাতালে মাইন বিস্ফোরণে আহতদের জন্য বিশেষায়িত চিকিৎসা হয়। যুক্তরাজ্যের এক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আমরা সেখানেও আহতদের পাঠিয়েছি।


আহত ও নিহতদের তালিকা প্রণয়নে সময় লাগছে বলে স্বীকার করেন উপদেষ্টা। তবে তিনি এটিকে সচেতন সিদ্ধান্ত উল্লেখ করে বলেন, ‘আমরা চাই না তালিকায় ভুয়া কেউ ঢুকে পড়ুক। যেভাবে এখনো ভুয়া মুক্তিযোদ্ধা ধরা পড়ছে, সেই অভিজ্ঞতা মাথায় রেখে আমরা যাচাই-বাছাই করছি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা