নায়িকা থেকে উদ্যোক্তা: দুধের ব্যবসায় নামলেন মিষ্টি জান্নাত

নায়িকা থেকে উদ্যোক্তা: দুধের ব্যবসায় নামলেন মিষ্টি জান্নাত

ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক উদ্যোগেও সক্রিয় তিনি। ব্যক্তিগত ব্যস্ততার কারণে দীর্ঘদিন পর্দার বাইরে থাকলেও এবার ফিরছেন বড় আয়োজন নিয়ে। সামনে মুক্তি পেতে যাচ্ছে তার দুটি বড় বাজেটের সিনেমা এবং একটি ওয়েব ফিল্ম, যেখানে তিনি একজন সাইকো কিলারের চরিত্রে অভিনয় রবেন।


সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় নিজের আসন্ন কাজ ও নতুন ব্যবসা নিয়ে কথা বলেন মিষ্টি জান্নাত। সেই আলোচনায় উঠে আসে তার নতুন উদ্যেগ—উটের দুধ আমদানির পরিকল্পনা।


নায়িকা বলেন, “আমি নিজে উটের দুধ দিয়ে তৈরি চা খাই। এবার বাংলাদেশে উটের দুধের ব্যবসা শুরু করতে যাচ্ছি। খুব শিগগিরই এটি বাজারে আনব।”


উটের দুধের প্রতি মানুষের আগ্রহ থেকেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি। তার ভাষায়, “আমি যেখানে যাই, সবাই জানতে চান—উটের দুধের চায়ের স্বাদ কেমন। এখন আর প্রশ্ন শুনতে হবে না, সবাই নিজেরাই তা চেখে দেখতে পারবেন।”


তিনি আরও জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে উটের দুধ আমদানি করা হবে এবং সবার জন্য সহজলভ্য করতে এটি ২০০ মিলিলিটার প্যাকেটে বাজারজাত করা হবে।


উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর থেকে তিনি নিয়মিত কাজ করে চলেছেন।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার