‘প্রোগ্রাম টু সাপোর্ট সেফটি রিট্রোফিটস অ্যান্ড এনভায়রনমেন্টাল আপগ্রেডস ইন বাংলাদেশী আরএমজি সেক্টর প্রজেক্ট (এসআরইইউপি)’-এর আওতায় বাংলাদেশের গার্মেন্টস খাতের উন্নয়নে ৫০ মিলিয়ন ইউরো ঋণ তহবিল ও ১৪.২৯ মিলিয়ন গ্রান্টস ব্যবহার করা হচ্ছে। এএফডি, ফ্রান্স ও অন্যান্য উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের গার্মেন্টস খাতের নিরাপত্তা ও পরিবেশগত অবকাঠামো উন্নয়নে এ আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করছে। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট প্রকল্পটি বাস্তবায়ন করছে।
বাংলাদেশ ব্যাংকের এসআরইইউপির প্রকল্প পরিচালক মো: আব্দুল মান্নান এবং প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ফয়সাল রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফারাহ মো: নাসের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ১০ ডিসেম্বর ২০২০ বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে চুক্তিটি স্বাক্ষরিত হয়। -বিজ্ঞপ্তি