রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে কাফনের কাপড় নিয়ে বিক্ষোভে বিনিয়োগকারীরা

রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে কাফনের কাপড় নিয়ে বিক্ষোভে বিনিয়োগকারীরা

পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করা বিনিয়োগকারীরা এবার ‘কাফন মিছিল’ করেছেন। কাফন মিছিলে শেয়ারবাজারের এই মহা সংকটের জন্য পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে দায়ী করে তার অপসারণের দাবি জানানো হয়। এসময় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা কাফনের কাপড় পরে রাজপথে শুয়ে পড়েন।


বৃহস্পতিবার (৮ মে) শেয়ারবাজারে লেনদেন শেষ হওয়ার পর বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে মতিঝিলে এই কাফন মিছিল করা হয়। বিক্ষোভে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিনিয়োগকারীরা।


কাফন মিছিল থেকে বিনিয়োগকারীরা বলেন, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ শেয়ারবাজার বোঝেন না। আমরা সাধারন বিনিয়োগকারীসহ সকল স্টেকহোল্ডাররা তার অপসারণ চাই। শেয়ারবাজার বিষয়ে জ্ঞানশূন্য, অদক্ষ ও অযোগ্যতার কারণেই পুঁজিবাজারের এমন দুরবস্থা। তাই বিএসইসির চেয়ারম্যান পদ থেকে খন্দকার রাশেদ মাকসুদকে অপসারণ করা উচিত।


বিনিয়োগকারীরা বলেন, আগামী ১১ মে প্রধান উপদেষ্টা শেয়ারবাজার নিয়ে যে বৈঠক করবেন, ওই বৈঠকে বিনিয়োগকারীদের রাখতে হবে। শেয়ারবাজারের বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছাড়া বৈঠক ফলপ্রসূ হবে না।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন