রংপুরে হত্যাচেষ্টা মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

রংপুরে হত্যাচেষ্টা মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় নেছার আহমেদ (৫৪) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।


বৃহস্পতিবার (২২ মে) সকাল পৌনে ১১টার দিকে নিজ কর্মস্থল কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


এদিন দুপুরে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।


গ্রেফতার নেছার আহমেদ রংপুর মহানগরের ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এবং কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের হেডক্লার্ক।


পুলিশ সূত্রে জানা গেছে, তার নামে আরপিএমপি, রংপুর তাজহাট থানায় ১৪৩/১৪৭/৩২৬/৩০৭/১১৪ ধারায় পেনাল কোডে মামলা রয়েছে। মামলা নং-১৭। যা গত বছর ২৪ অক্টোবর দায়ের করা হয়। অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টাকালে নেছার আহমেদকে গ্রেফতার করা হয়।


তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদার জানান, গ্রেফতার নেছার আহমেদের নামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী সময়ে হত্যাচেষ্টার মামলা রয়েছে। তিনি এজাহারভুক্ত আসামি। তাকে আদালতে নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা