রাজধানীতে বাজার তদারকি করবে ভোক্তা অধিদপ্তরের ৭ টিম

রাজধানীতে বাজার তদারকি করবে ভোক্তা অধিদপ্তরের ৭ টিম

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন টিম আজ রবিবার (০১ জুন) বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করবে। এই কার্যক্রমের মাধ্যমে তারা বিভিন্ন অনিয়ম চিহ্নিত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


এছাড়া, আজ ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদপ্তরের ৭ জন কর্মকর্তার নেতৃত্বে সাতটি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করবে।


জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আফরোজা রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


সাতটি টিমে যথাক্রমে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল, ফাহমিনা আক্তার, রোজিনা সুলতানা, শিকদার শাহীনুর আলম, মো. মাগফুর রহমান, মো. আব্দুস সালাম এবং ইন্দ্রানী রায়।


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে থাকে। এর মূল লক্ষ্য হলো নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখা। এই তদারকি কার্যক্রমের মাধ্যমে তারা পণ্যের গুণগত মান, সঠিক ওজন এবং মূল্য তালিকা যাচাই করে থাকে। এছাড়াও, তারা সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধ করতেও কাজ করে।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা