রাইট শেয়ার ইস্যু করবে ইউসিবি

রাইট শেয়ার ইস্যু করবে ইউসিবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) রাইট শেয়ার ইস্যু ও স্ট্রাটেজিক ইনভেস্টরের কাছে শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এর লক্ষ্য ব্যাংকটির পরিশোধিত মূলধন বাড়ানো।


বৃহস্পতিবার (২৯ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত ও প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, ইউসিবির পরিচালনা পর্ষদ ২:১ হিসেবে রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বিদ্যমান ২টি শেয়ারের বিপরীতে ১ রাইট শেয়ার ইস্যু করা হবে। অভিহিত মূল্য ১০ টাকা দরেই এ শেয়ার ইস্যু করা হবে।


একই বৈঠকে পর্ষদ ব্যাংকটির জন্য একটি উপযুক্ত স্ট্র্যাটেজিক ইনভেস্টর কাছে বর্তমান পরিশোধিত মূলধনের ৫০ শতাংশ পরিমাণ নতুন শেয়ার বিক্রি করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সম্ভাব্য প্রতিষ্ঠানের সঙ্গে দর কষাকষির মাধ্যমে ওই শেয়ারের দাম নির্ধারণ করা হবে। বিষয়গুলো চূড়ান্ত হলে তা প্রকাশ করবে ব্যাংকটি।


রাইট শেয়ার ইস্যু ও স্ট্র্যাটেজিক বিনিয়োগকারীর বিপরীতে নতুন শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত বাস্তবায়নে শেয়ারহোল্ডারদের সম্মতি এবং বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি প্রয়োজন হবে।


ইউসিবির পরিচালনা পর্ষদের এই দুই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ব্যাংকটির পরিশোধিত মূলধন বেড়ে দ্বিগুণ দাঁড়াবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে পাওয়া তথ্য অনুসারে, ইউসিবির পরিশোধিত মূলধন ১ হাহজার ৫৫০ কোটি টাকা। নতুন শেয়ার ইস্যুর পর তা বেড়ে ৩ হাজার ১০০ কোটি টাকা হবে।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন