রাজশাহীর রেল যোগাযোগ বিচ্ছিন্ন, স্থানীয়দের স্টপেজ দাবি

রাজশাহীর রেল যোগাযোগ বিচ্ছিন্ন, স্থানীয়দের স্টপেজ দাবি

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) এবং স্টেশন সংস্কারের দাবিতে ট্রেন চলাচল বন্ধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এর ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ অচল হয়ে পড়েছে।


বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয়রা স্টেশনের দুই প্রান্তে লাল পতাকা দিয়ে রেলপথ অবরোধ করেন। এরপর লাইনের ওপর বসে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করেন।


এতে রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস, ঢাকাগামী সিল্কসিটি, বনলতা ও মধুমতি এক্সপ্রেস ট্রেনগুলো স্টেশনের আশেপাশে আটকা পড়ে। ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী, বিশেষ করে ঈদ শেষে কর্মস্থলে ফিরতে যাওয়া মানুষজন।


বিক্ষোভকারীরা জানান, নন্দনগাছী স্টেশনে নিয়মিত আন্তঃনগর ট্রেনগুলো থামাতে হবে। স্টেশনটি সংস্কার করে জনবল নিয়োগ দিতে হবে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তারা ঘোষণা দেন।


তথ্য অনুযায়ী, ১৯২৯ সালে স্থাপিত এ স্টেশনটির কার্যক্রম ২০১৫ সালের শেষ দিকে বন্ধ হয়ে যায়। একসময় যেখানে ১২ জন কর্মী ছিলেন, এখন সেখানে কেবল একজন পোর্টার কর্মরত রয়েছেন। বর্তমানে কেবল দুইটি লোকাল ট্রেন এখানে থামে।


সাগরদাঁড়ি ট্রেনের গার্ড মজিবুদ দৌল্লা বলেন, “আমরা রওনা হওয়ার আগে এই বিক্ষোভের কোনো খবর জানতাম না। রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।”


পশ্চিম রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম বলেন, “বিক্ষোভের কারণে বেশ কিছু ট্রেন আটকা পড়েছে। যতক্ষণ না আন্দোলন প্রত্যাহার হয়, ততক্ষণ রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকবে।”


উল্লেখ্য, এর আগে গত ১ মে একই দাবিতে এলাকাবাসী বরেন্দ্র এক্সপ্রেস ও লোকাল মেইল ট্রেন থামিয়ে বিক্ষোভে অংশ নিয়েছিলেন।


এমএস

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা