সৌদিতে হজ পালনকালে আরও ৩ বাংলাদেশির মৃত্যু, মোট প্রাণহানি ২২

সৌদিতে হজ পালনকালে আরও ৩ বাংলাদেশির মৃত্যু, মোট প্রাণহানি ২২

সৌদি আরবে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ২২ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের তথ্য অনুযায়ী, সর্বশেষ মঙ্গলবার (১০ জুন) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা গোলাম মোস্তফা (৫৮) মারা যান।


মৃতদের মধ্যে ২০ জন পুরুষ এবং ২ জন নারী। অঞ্চলভেদে দেখা যায়, মক্কায় মারা গেছেন ১৪ জন, মদিনায় ৭ জন এবং আরাফায় ১ জন।


ধর্ম মন্ত্রণালয়ের তথ্য মতে, চলতি বছর ২৯ এপ্রিল প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ে। সেদিনই রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০) মৃত্যুবরণ করেন। এরপর একে একে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে।



হজ পালনকালে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের তালিকা :


২৯ এপ্রিল: মো. খলিলুর রহমান (৭০), রাজবাড়ী, ২ মে: মো. ফরিদুজ্জামান (৫৭), কিশোরগঞ্জ , ৫ মে: আল হামিদা বানু (৫৮), পঞ্চগড়, ৭ মে: মো. শাহজাহান কবির (৬০), ঢাকা, ৯ মে: হাফেজ উদ্দিন (৭৩), জামালপুর, ১০ মে: বয়েজ উদ্দিন (৭২), নীলফামারী, ১৪ মে: মো. অহিদুর রহমান (৭২), চট্টগ্রাম, ১৭ মে: মো. জয়নাল হোসেন (৬১), গাজীপুর, ১৯ মে: আ. হান্নান মোল্লা (৬৩), চাঁদপুর, ২৪ মে: মো. সাহেব উদ্দিন, রংপুর ,২৫ মে: বশির হোসাইন (৭৪), চাঁদপুর , ২৭ মে: শাহাদাত হোসেন, চাঁদপুর, ২৯ মে: মো. মোস্তাফিজুর রহমান (৫৩),  জয়পুরহাট, ২৯ মে: মোজলেম হাওলাদার (৬৩), মাদারীপুর, ২৯ মে: আবুল কালাম আজাদ (৬২), গাজীপুর, ১ জুন: মো. মফিজ উদ্দিন দেওয়ান (৬০), গাজীপুর ও মো. জাহিদুল ইসলাম (৫৯), নীলফামারী , ৫ জুন: মনোয়ারা বেগম মুনিয়া, ঢাকা , ৬ জুন: শেখ মো. ইমারুল ইসলাম, খুলনা, ৭ জুন: মো. মুজিব উল্যা, নোয়াখালী, ৯ জুন: এ টি এম খায়রুল বাসার মন্ডল, গাইবান্ধা, ১০ জুন: গোলাম মোস্তফা (৫৮), সিরাজগঞ্জ।


এছাড়া জানা যায়, হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ১০ জুন থেকে। ওইদিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ‘এসভি-৩৮০৩’ ফ্লাইটে ৩৭৭ হজযাত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।


হজযাত্রীদের সৌদি আরব যাত্রার শেষ ফ্লাইট ছিল ৩১ মে এবং চাঁদ দেখা সাপেক্ষে এবারের হজ অনুষ্ঠিত হয় গত ৫ জুন। ফিরতি ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।


এমএস

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা