মঙ্গলবার (১০ জুন) রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেন। বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র এই খবর নিশ্চিত করেছে।
আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, "লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে বৈঠকটি হবে ঐতিহাসিক। আলোচনার মধ্য দিয়ে নির্বাচনসহ সব সমস্যা সমাধান সম্ভব।" তিনি আরও যোগ করেন, "গোটা জাতি আজ লন্ডনের দিকে তাকিয়ে। বিশ্বাস করি এটি হবে ঐতিহাসিক বৈঠক এবং এ বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে।"
বিএনপি আশা করছে, এই বৈঠক দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মঙ্গলবার সাংবাদিকদের জানান, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈঠক একটি বড় ঘটনা এবং এটি একটি বড় টার্নিং পয়েন্ট হতে পারে।
সংকট নিরসনে আশা জাগানো ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের এই বৈঠকটি সেন্ট্রাল লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত হবে। বৈঠকটি শুক্রবার লন্ডন সময় সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত নির্ধারিত হয়েছে।