সীমান্ত দিয়ে ৭০ জনকে পুশইন করলো বিএসএফ

সীমান্ত দিয়ে ৭০ জনকে পুশইন করলো বিএসএফ

ভারত থেকে পুশইন করে বাংলাদেশে পাঠানো ৭০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ জুন) রাতে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের পুশইন করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।


বিজিবির সিলেট সেক্টরের আওতাধীন ৪৮ বিজিবির একাধিক বিওপি (বর্ডার আউট পোস্ট) সূত্রে জানা যায়, সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপি'র মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ১৭ জন, মিনাটিলা বিওপি’র মিনাটিলা সীমান্ত দিয়ে ২৩ জন, কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে ১৩ জন এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট বিওপি’র সীমান্ত দিয়ে ১৭ জনকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ।


বিজিবি জানায়, আটক ব্যক্তিদের মধ্যে ২২ জন পুরুষ, ১৮ জন নারী এবং ৩০ জন শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক এবং অধিকাংশই দীর্ঘ সময় ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। জানা গেছে, তারা বিভিন্ন রাজ্যে নির্মাণ শ্রমিক, কৃষিশ্রমিক, গৃহকর্মীসহ বিভিন্ন খাতে কর্মরত ছিলেন।


বিজিবির তথ্যমতে, আটক ৭০ জনের মধ্যে ৪৩ জন কুড়িগ্রাম জেলার এবং ২৭ জন লালমনিরহাট জেলার বাসিন্দা। তবে তারা কীভাবে ভারতে পৌঁছেছিল এবং দীর্ঘদিন কীভাবে অবস্থান করছিল, সে বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে।


বিজিবি জানিয়েছে, আটককৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। তাদের সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পুশইন আন্তর্জাতিক অভিবাসন নীতিমালার পরিপন্থী। বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিবাসন, সীমান্ত নিয়ন্ত্রণ ও মানবাধিকার ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনা থাকলেও, মাঝেমধ্যেই এমন একতরফা পুশইন ঘটছে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চাপ তৈরি করতে পারে।


বিজিবির এক কর্মকর্তা বলেন, “আমরা কেবল সীমান্তে দায়িত্ব পালন করছি। যারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং এখন ফেরত এসেছেন, তাদের ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


এই ঘটনার পর সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার রোধে স্থানীয়দের সহযোগিতাও কামনা করা হয়েছে।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা