বাংলাদেশে একটি সিরিয়াস বিরোধী দল দরকার: ব্যারিস্টার ফুয়াদ

বাংলাদেশে একটি সিরিয়াস বিরোধী দল দরকার: ব্যারিস্টার ফুয়াদ

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে একটি সিরিয়াস বিরোধী দল দরকার।


বৃহস্পতিবার (১২ মে) দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সমসাময়িক রাজনীতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফুয়াদ বলেন, দলের আকার ও সক্ষমতা বিবেচনায় আগামী নির্বাচনে এবি পার্টি এককভাবে নির্বাচন করলে ৩৫ থেকে ৫০ টি আসনে প্রার্থী দেবে। সেজন্য দলের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে।


জোটের পক্ষে রাজনীতি এখনো শুরু হয়নি জানিয়ে তিনি বলেন, বিএনপি ঘোষণা করেছে তারা ক্ষমতায় গেলে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করবে। আমরা এ ধরনের সরকারে যোগ দেওয়ার পক্ষে নই।


তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিরোধী দল কে হবে, তাকে সংসদে জবাবদিহিতা কে করবে? ২৭০/৮০ সিট মিলে একটি সরকারি দল হয়ে যায়। তারা দলেরও ক্ষতি করে দেশেরও ক্ষতি করে। আমরা মনে করি, বাংলাদেশের রাজনীতিতে একটি সিরিয়াস বিরোধী দল দরকার। সেটা বিএনপির পক্ষ হয়ে নয়। সংসদে ক্রেডিবল অপজিশন না থাকলে সংসদ ফাংশনাল হবে না।


ব্যারিস্টার ফুয়াদ বলেন, যার বিরুদ্ধে মামলা নেই, সংবিধানে তার রাইট (অধিকার) বলে দেওয়া আছে, এই ভূমি থেকে স্বাধীনভাবে বের হয়ে যেতে পারবেন, আবার ঢুকতেও পারবেন। বাধা দেওয়া যাবে না। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা করার কোন ইস্যু থেকে থাকলে সেটা ইনভেস্টিগেশন করা হোক, সেটা রাষ্ট্র দেখবে।


সরকারি খরচে সড়ক নির্মাণের বিষয়ে এই রাজনীতিবিদ বলেন, দেশের একটি সরকারি রাস্তা করতে প্রতি কিলোমিটারের জন্য ৮৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। একটি আন্তর্জাতিক মানেরও যদি রাস্তাও করা হয়, তবুও সর্বোচ্চ ৩০ লাখ টাকার বেশি খরচ হবে না।


তিনি বলেন, ৫৪ লাখ টাকা চুরি করার সুযোগ দেওয়ার পরেও রাজনৈতিক ঠিকাদাররা একটি কাজ ঠিকমতো করেন না। সব ঠিকাদাররাই রাজনৈতিক দলের, কোনো পেশাদার ঠিকাদার নেই। বাংলাদেশকে একটি জীবন্ত জাহান্নামে পরিণত করার সকল আয়োজন চলছে রাজনৈতিক ব্যানারে।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস