ব্রিটেনের রাজার সঙ্গে প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠক

ব্রিটেনের রাজার সঙ্গে প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠক
লন্ডনের বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ জুন) স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এবং প্রায় আধা ঘণ্টাব্যাপী তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, এটি একটি 'প্রাইভেট সাক্ষাৎ' ছিল এবং সাক্ষাতের সময় শুধু রাজা তৃতীয় চার্লস ও অধ্যাপক মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।

শফিকুল আলম আরও জানান, সাক্ষাতে বাংলাদেশের বর্তমান 'ট্রানজিশন' বা অবস্থার পরিবর্তন নিয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা রাজা চার্লসকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কী কী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সে বিষয়ে অবহিত করেন।

এছাড়াও, যেহেতু রাজা চার্লস অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের পরিচিত, তাই তাদের মধ্যে পুরনো দিনের নানা স্মৃতি নিয়েও কথাবার্তা হয়েছে। প্রেসসচিব জানান, রাজা চার্লসের সঙ্গে এই একান্ত সাক্ষাৎটি অধ্যাপক ইউনূসের যুক্তরাজ্য সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট ছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা