ট্রেজারি বিলের সুদ রেকর্ড ১২.১০ শতাংশ

ট্রেজারি বিলের সুদ রেকর্ড ১২.১০ শতাংশ

৯১ দিনের আর্থিক ঋণপত্র বা ট্রেজারি বিলের সুদহার নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত সর্বশেষ নিলামে এ বিলের সুদহার বেড়ে হয়েছে ১২ দশমিক ১০ শতাংশ, যা এ যাবতকালের সর্বোচ্চ।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মাত্র ১০ দিনের ব্যবধানে সুদহার বেড়েছে ১৮ বেসিস পয়েন্ট। এর আগে গত ২ জুন এই মেয়াদের বিলের সুদহার ছিল ১২ দশমিক শূন্য ২ শতাংশ—যা তখন ছিল দ্বিতীয় সর্বোচ্চ।


স্বল্পমেয়াদি এই আর্থিক ঋণপত্র বা ট্রেজারি বিল সরকার নির্দিষ্ট মেয়াদের জন্য বাজারে ছাড়ে। এর মেয়াদ সাধারণত ৯১ দিন থেকে শুরু হয়ে ৩৬৪ দিন পর্যন্ত হয়ে থাকে।


ব্যাংক খাতে চলমান তারল্য সংকটকে সুদহার বাড়ার মূল কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ব্যাংক খাত সংশ্লিষ্টদের মতে, সরকার যে পরিমাণ অর্থ সংগ্রহ করতে চায়, তা ব্যাংকগুলো দিতে পারছে না। ফলে বেশি সুদ দিয়ে টাকা তুলতে হচ্ছে সরকারকে। কয়েক মাস আগেও ট্রেজারি বিল ও বন্ডের সুদহার তুলনামূলকভাবে কম ছিল। এখন সরকারের চাহিদা বাড়ার পাশাপাশি ব্যাংকগুলোর বিনিয়োগ আগ্রহ কমে যাওয়ায় সুদহার আবার ঊর্ধ্বমুখী হয়েছে।


বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, যখন ব্যাংকের কাছে তারল্য কম থাকে এবং সরকারের চাহিদা বাড়ে, তখন স্বাভাবিকভাবে সুদহার বেড়ে যায়। এটা মূলত চাহিদা ও জোগানের ভিত্তিতে নির্ধারিত হয়।


একটি বেসরকারি ব্যাংকের ট্রেজারি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘বর্তমানে ব্যাংকগুলো আগের মতো ট্রেজারি বিলে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে না। এর একটি কারণ হচ্ছে—রেপো থেকে নেওয়া অর্থ সময়মতো ফেরত দিতে হয়, ফলে সেটেলমেন্ট ঝুঁকি বেড়েছে। অন্যদিকে, ব্যাংকে তারল্যের চাপও বিদ্যমান।’


বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, এ বছরের মার্চে ট্রেজারি বিলের সুদ কিছুটা কমেছিল। তবে এপ্রিলে তা আবার বাড়ে এবং ১০১ থেকে ১২৩ বেসিস পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি পায়। জুনে এসে তা নতুন রেকর্ড গড়ে।


বর্তমানে ১৮২ দিনের ট্রেজারি বিলের সুদহার দাঁড়িয়েছে ১২ দশমিক ১১ শতাংশ এবং ৩৬৪ দিনের বিলে ১২ দশমিক ২৪ শতাংশ। সুদের নিশ্চয়তা ও কম ঝুঁকির কারণে ট্রেজারি বিল তুলনামূলক নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত। এর বিপরীতে দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের মেয়াদ হয়ে থাকে ২ থেকে ২০ বছর পর্যন্ত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান