জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কারে সবে ধরনের পদক্ষেপ গ্রহণে ছয় সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এনবিআর সদস্য (কর লিগ্যাল ও এনফোর্সমেন্ট) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে প্রধান সমন্বয়কারী করে এই কমিটি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) এনবিআরের প্রথম সচিব (বোর্ড প্রশাসন) মো. জাহিদ নেওয়াজের সই করা এই আদেশ জারি করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন- সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ, সদস্য (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) ফারজানা আফরোজ, সদস্য (কর অডিট ইন্টেলিজেন্স ও ইনভেস্টিগেশন) মো. আলমগীর হোসেন, সদস্য (কাস্টমস নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য) কাজী মোস্তাফিজুর রহমান, সদস্য (মূসক নীতি) ড. মো. আব্দুর রউফ।
আদেশে বলা হয়েছে, উপদেষ্টার দপ্তর, অর্থ মন্ত্রণালয় ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ বাস্তবায়ন ও জাতীয় রাজস্ব বোর্ডকে একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করার প্রক্রিয়ার অংশ হিসেবে রাজস্ব নীতি পৃথকীকরণের কাঠামো প্রণয়নের লক্ষ্যে জাতীয় রাজস্ববিষয়ক পরামর্শক কমিটি ও গুরুত্বপূর্ণ অংশীজনের সঙ্গে আলোচনার নির্দেশনা ২৫ মে প্রদান করা হয়।
এরই ধারাবাহিকতায় এনবিআরের বিসিএস (কাস্টমস ও ভ্যাট এক্সাইজ) ও বিসিএস (কর) ক্যাডারের ছয়জন সদস্যদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হলো, যারা এ সংক্রান্ত সব কার্যক্রম এগিয়ে নেওয়ার পদক্ষেপ সমন্বয় করবেন। এই কমিটি রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সঙ্গে সমন্বিতভাবে সভায় মিলিত হয়ে কর্ম পরিকল্পনা গ্রহণ করবেন। পরবর্তীতে করণীয় নির্ধারণ করার জন্য বিসিএস (কর) এবং বিসিএস (কাস্টমস ও ভ্যাট এক্সাইজ) ক্যাডারের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শক্রমে উপদেষ্টার সঙ্গে সভায় মিলিত হবেন।
এনবিআর বিলুপ্ত করে গত ১২ মে মধ্যরাতে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়। এই অধ্যাদেশ বাতিল ও টেকসই রাজস্ব সংস্কারসহ মোট চার দফা দাবিতে ১৪ মে থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আহ্বানে সারা দেশের কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা ধাপে ধাপে ২৫ মে পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। ২৫ মে রাতে অর্থ উপদেষ্টার দপ্তর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়।
এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলসহ চার দফা দাবিতে চলা আন্দোলন কর্মসূচি ১৩ দিন পর প্রত্যাহার করা হয়। চারটি দাবির মধ্যে তিনটি দাবি পূরণ হওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করা হয়। তবে চেয়ারম্যানের অপসারণের দাবিতে অনড় রয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
গত ২৫ মে রাতে ঐক্য পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
এর আগে, অর্থ উপদেষ্টার কার্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তি জারি করে দাবি মেনে নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।
ঐক্য পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ মে মধ্যরাতে জারি হওয়া রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ বাতিলসহ মোট চার দফা দাবিতে গত ১৪ মে থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আহ্বানে সারা দেশের কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা ধাপে ধাপে আজ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।
ঐক্য পরিষদের চারটি দাবি হলো—অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা, অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করা, রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থা, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করা।
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                