ঢাকা মহানগরীর মুগদা-সবুজবাগ অঞ্চলে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের উদ্যোগে মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শন ও স্বাস্থ্যসেবা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জুন) বিকেলে হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময়ে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী কবির আহমেদ।

আরও উপস্থিত ছিলেন- ৭২ নং ওয়ার্ডের আমির ও কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা ইসহাক, ৬ নং ওয়ার্ডের আমির অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এহসানুল হক মাহবুব, ৭১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রিয়াজ উদ্দিন খান বিদ্যুৎ, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও ওয়ার্ড সেক্রেটারি কামরুল হাসান রিপন, ৭৩ নং ওয়ার্ডের সেক্রেটারি ফায়জুর রহমান এবং ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. খোরশেদ আলম।
এ সময় মুগদা-সবুজবাগ অঞ্চলের শূরা সদস্য, কর্মপরিষদ সদস্যবৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল মো. আভ এবং ওয়ার্ডভিত্তিক দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী কবির আহমেদ হাসপাতাল ভর্তি থাকা, সিট সংকট, রোগীদের চিকিৎসাসেবা এবং ডাক্তারদের আচরণসহ সার্বিক সেবার মান নিয়ে আলোচনা করেন।
নেতৃবৃন্দ রোগীদের চিকিৎসাসেবা উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
কাফি
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                