তহবিলের অভাবে রোহিঙ্গা সংকট আরও গভীর: পররাষ্ট্র উপদেষ্টা

তহবিলের অভাবে রোহিঙ্গা সংকট আরও গভীর: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, তহবিল সংকটের কারণে রোহিঙ্গা সংকট দিন দিন আরও জটিল হয়ে উঠছে।


রোববার (২২ জুন) তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ‘রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক সেশনে একথা বলেন তিনি।


বক্তব্যে তিনি আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ায় অর্থায়নের আহ্বান জানান ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি।


পাশাপাশি কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য টেকসই মানবিক সহায়তা নিশ্চিত করতেও তাদের এগিয়ে আসার অনুরোধ জানান।


তৌহিদ হোসেন বলেন, পর্যাপ্ত তহবিলের অভাবে কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের মানবিক সহায়তাও ব্যাহত হয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় আন্তর্জাতিক সহযোগিতা আশঙ্কাজনকভাবে কমে গেছে।


তিনি জানান, ২০২৪ সালের জন্য জাতিসংঘ যে পরিমাণ তহবিল চেয়েছে, তার মাত্র ৬৮ শতাংশ গত বছর সংগ্রহ করা সম্ভব হয়েছে। ফলে সংকটে পড়েছে খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো জরুরি সহায়তা কার্যক্রম।


চরম তহবিল ঘাটতির উদাহরণ দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ৩ জুন থেকে ইউনিসেফ তাদের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। পাশাপাশি বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) খাদ্য রেশন কমিয়েছে। সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় তহবিল না পেলে রেশন আরও কমে যাবে।


রোহিঙ্গা সংকট মোকাবিলায় আইনি প্রক্রিয়াও সমান গুরুত্বপূর্ণ উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) চলমান মামলার অর্থায়নে ওআইসি দেশগুলোর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি ওআইসি সদস্য রাষ্ট্রগুলোকে এ ক্ষেত্রে অবদান রাখার আহ্বান জানান।


বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে মানবিক দায়িত্ব পালন করে আসছে উল্লেখ করে তিনি বলেন, এই সংকটের স্থায়ী সমাধান রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন, তবে তার আগে মানবিক সহায়তার ধারাবাহিকতা নিশ্চিত করতেই হবে।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা