তেলের দাম আপাতত বাড়ছে না: জ্বালানি উপদেষ্টা

তেলের দাম আপাতত বাড়ছে না: জ্বালানি উপদেষ্টা

জ্বালানি তেলের দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।


মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর বিদ্যুৎ ভবনে লাফার্জহোলসিম এবং জালালাবাদ গ্যাস পিএলসির মধ্যে গ্যাস বিক্রয় চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।


তিনি বলেন, ‘‘মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছি। জ্বালানি সরবরাহ ব্যাহত হবে কি না, তা নির্ভর করছে যুদ্ধ কতদিন চলে তার ওপর। তবে স্বল্প মেয়াদে জ্বালানির ব্যবস্থা করা আছে। আপাতত বিশ্ববাজারে দাম কিছুটা বেড়েছে। তবে জ্বালানি তেলের দাম এখন বাড়বে না। বিপিসির মুনাফা থেকেই সমন্বয় করা হবে।’’


তিনি আরও বলেন, ‘‘ভর্তুকিও বাড়ানো হবে না, জ্বালানি তেলের দামও না। আমদানিতে নিয়মিত সাশ্রয় করা হচ্ছে। গত সপ্তাহেও একটি দরপত্রে ২১ কোটি টাকা সাশ্রয় হয়েছে।’’


অনুষ্ঠানে ফাওজুল কবির বলেন, ‘‘জ্বালানি নিরাপত্তা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনেক ভর্তুকি চলছে, এটি আর বাড়ানো যাবে না। তাই খরচ কমাতে হবে। ইতিমধ্যে মিলিয়ন মিলিয়ন ডলার সাশ্রয় করা হয়েছে।’’


অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘‘বেসরকারি খাত দীর্ঘ সময় ধরে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। বিশ্বজুড়ে এখন এফডিআই কমলেও বর্তমান বিনিয়োগকারীদের বিনিয়োগ বাড়ছে। তাই তাঁদের আরও বিনিয়োগে উৎসাহী করতে হবে এবং নতুন বিনিয়োগকারীদেরও আকৃষ্ট করতে হবে।’’


চুক্তি অনুযায়ী, জালালাবাদ গ্যাস পিএলসি সুনামগঞ্জের ছাতকে অবস্থিত লাফার্জহোলসিমের সিমেন্ট কারখানায় গ্যাস সরবরাহ করবে। চুক্তিতে বিইআরসির নির্ধারিত হারে গ্যাসের দাম পরিশোধ করবে লাফার্জ। এতে সই করেন লাফার্জহোলসিমের প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল চৌধুরী এবং জালালাবাদের মহাব্যবস্থাপক জিতেন্দ্র কুমার দাস।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা