পুঁজিবাজারের বিশেষ তহবিলের মেয়াদ বৃদ্ধি ও শর্ত শিথিলের উদ্যোগ

পুঁজিবাজারের বিশেষ তহবিলের মেয়াদ বৃদ্ধি ও শর্ত শিথিলের উদ্যোগ

পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে ২০০ কোটি টাকার বিশেষ তহবিলের মেয়াদ আরও বাড়ানো এবং বিনিয়োগ নীতিমালা শিথিলের বিষয়ে চিন্তা করছে সরকার। এ লক্ষ্যে সোমবার (২৩ জুন) অর্থ মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকসুদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহারসহ রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের শীর্ষ নির্বাহীরা।


বর্তমানে এই তহবিল থেকে শুধুমাত্র সেই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যায়, যারা টানা তিন বছর ৫ শতাংশ বা তার বেশি নগদ লভ্যাংশ দিয়েছে এবং যার নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ফেস ভ্যালুর চেয়ে বেশি। বৈঠকে এই শর্তগুলো শিথিল করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সুযোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।


এছাড়া, পুঁজিবাজারে ভালো মানের কোম্পানির তালিকাভুক্তি উৎসাহিত করা, বিনিয়োগকারীদের আস্থা ফেরানো এবং মিউচুয়াল ফান্ড খাতের সার্বিক বিকাশে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার বিষয়ে মত দেন অংশগ্রহণকারীরা।


অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, প্রস্তাবিত সংস্কার বাস্তবায়িত হলে পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়বে এবং বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন