সরকারি নয়, পরিত্যক্ত ঘর ব্যবহার হয়েছিল: জামায়াত

সরকারি নয়, পরিত্যক্ত ঘর ব্যবহার হয়েছিল: জামায়াত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি পরিত্যক্ত ভবনে জামায়াতে ইসলামীর কার্যালয় চালু করার অভিযোগ নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। কারণ ওই ভবনটিকে সরকারি বলে দাবি করা হচ্ছে। অবশেষে তার ব্যাখ্যা দিল দলটি। এই অভিযোগকে ‘অসত্য ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে জামায়াত। ওই ভবনটি সরকারি নয় বলেও দাবি তাদের।


এবিষয়ে মঙ্গলবার (১৫ জুলাই) এক বিবৃতিতে প্রতিবাদ জানিয়েছে উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক শাহজাহান আলী।


বিবৃতিতে তিনি বলেন, সরকারি ভবনে জামায়াতের কার্যালয়, বসেন নেতারা’—এই শিরোনামে কিছু জাতীয় দৈনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরটি সত্য নয়। উক্ত ভবনটি কোনোভাবেই সরকারি নয় এবং সেখানে জামায়াতের পক্ষ থেকে কোনো দখল বা কার্যক্রম পরিচালনা করা হয়নি।


অধ্যাপক শাহজাহান দাবি করেন, আমাদের অজ্ঞাতসারে উল্লাপাড়া পৌরসভার কিছু ব্যক্তি ভবনটি পরিষ্কার করে কয়েক দিন ব্যবহার করছিলেন। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গেই সেই ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, যেহেতু সংশ্লিষ্ট ভবনটি সম্পর্কে প্রকাশিত প্রতিবেদনে তুলা উন্নয়ন বোর্ডের নাম উল্লেখ করা হয়েছে, তাই বিষয়টি খতিয়ে দেখতে বোর্ডের বক্তব্য নেওয়া হলে তারা স্পষ্ট করে জানায়— উল্লাপাড়ায় তাদের কোনো ভবন বা সম্পত্তি নেই।


বিবৃতিতে বলা হয়, সরকারি তুলা উন্নয়ন বোর্ডের কোনো সম্পত্তি নেই—এ তথ্য থাকা সত্ত্বেও যেভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং জামায়াতের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার উদ্দেশে করা হয়েছে।


বিবৃতির মাধ্যমে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস