ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
পুরো সপ্তাহে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৪৮ লাখ ১১ হাজার টাকার। প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৮ কোটি ৩৭ লাখ ২ হাজার টাকা।।
জেএমআই সিরিঞ্জের পরই গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল সোনালী আঁশ। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর বেড়েছে ২১ দশমিক ৯২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৯ কোটি ৯০ লাখ ৬২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৪৭ লাখ ৬৫ হাজার টাকা।
ডমিনেজ স্টিল বিল্ডিং গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৮ দশমিক ৬৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৭২ কোটি ৮৫ লাখ ৬৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৮ কোটি ২১ লাখ ৪২ হাজার টাকা।
এদিকে গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের মধ্যে- এস এস স্টিলের ১৬ দশমিক ৭৮ শতাংশ, ওয়ালটনের ১৬ দশমিক শূন্য ৮ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ১৪ দশমিক ৬৩ শতাংশ, সাভার রিফ্যাক্টরিজের ১৩ দশমিক ৯৪ শতাংশ, মিরাকেল ইন্ডাস্ট্রিজের ১২ দশমিক ৫০ শতংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলসের ১১ দশমিক ৭২ শতাংশ এবং ইষ্টার্ণ লুব্রিকেন্টের ১০ দশমিক ৫০ শতাংশ দাম বেড়েছে।