সিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান হোসেন খালেদ

সিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান হোসেন খালেদ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভায় পরিচালক হোসেন খালেদকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।


রবিবার (২৭ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।


হোসেন খালেদ একজন উদ্যোক্তা পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে ব্যাংকের সঙ্গে যুক্ত। তিনি ৭ বছর ধরে সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটি ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।


বর্তমানে তিনি ব্যাংকের দুটি অঙ্গপ্রতিষ্ঠান—সিটি ব্রোকারেজ লিমিটেড ও সিটি হংকং লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে রয়েছেন।


ব্যাংকিং খাতের বাইরেও হোসেন খালেদের রয়েছে উল্লেখযোগ্য নেতৃত্বগুণ। তিনি ৪ মেয়াদে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নির্বাচিত সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ বেটার বিজনেস ফোরামের (বিবিবিএফ) কো-চেয়ারম্যান এবং ইন্টারপ্রেনিয়ার্স অর্গানাইজেশন (সিও) বাংলাদেশ চ্যাপ্টার’র প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।


শিক্ষাজীবনে, তিনি যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের ইউনিভার্সিটি অব টোলেডো থেকে অ্যাকাউন্টিংয়ে বিবিএ এবং টেক্সাসের টেক্সাস এন্ড এম ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক ব্যাংকিংয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।


ব্যক্তিগত জীবনে তিনি বিশিষ্ট শিল্পগোষ্ঠী আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনার পিতা, আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন সিটি ব্যাংকের অন্যতম প্রধান উদ্যোক্তা পরিচালক ও ৪ মেয়াদে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা