ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের ২০২৫-২০২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) ফোরামের সাধারণ সম্পাদক সফিক শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির ঘোষণা দেওয়া হয়।
এর আগে, গত ২০ জুন জাতীয় প্রেসক্লাবে আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক স্বদেশ বাংলা সম্পাদক এ কে এম রাশেদ শাহরিয়ার। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এনটিভির চিফ অব করেসপন্ডেন্ট সফিক শাহীন। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন চ্যানেল আই-এর বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি এম এ নোমান (আমার দেশ), সহ-সভাপতি আজিজুর রহমান রিপন (ফাইনান্সিয়াল এক্সপ্রেস), সিনিয়র যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন (বাণিজ্য প্রতিদিন), যুগ্ম সম্পাদক কাজী ফয়সাল (চ্যানেল ২৪), অর্থ সম্পাদক শাহাদাত হোসেন (দেশ সমাচার), জনকল্যাণ সম্পাদক এস এম জাকির হোসাইন (অর্থসংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুন্নবী চৌধুরী হাছিব (টেক পাবলিক), দপ্তর সম্পাদক মহসিন হোসেন (বিডি সমাচার), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শামসুজ্জামান নাঈম (স্বদেশ বাংলা)।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- মিজান মালিক (যুগান্তর), সালেহ বিপ্লব (দৈনিক দেশবার্তা), এম এইচ রবিন (আমাদের সময়), মাহবুব রনি (যুগান্তর), মোহাম্মদ মোস্তফা মানিক (প্রথম আলো), হাবিবুর রহমান (সিনহুয়া নিউজ), নাজমুল হক বাপ্পী (বাংলা স্পোর্টস), ফখরুল ইসলাম (ঢাকা পোস্ট) এবং সাঈদ আল হাসান শিমুল (কালবেলা)।
অর্থসংবাদ/কাফি