জনগণ নির্বাচনমুখী হলে কেউ তা বন্ধ করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণ নির্বাচনমুখী হলে কেউ তা বন্ধ করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জনগণ যদি নির্বাচনমুখী হয়, তাহলে কেউ তা বন্ধ করতে পারবে না। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না।


শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না। যত বড় চাঁদাবাজই হোক, তাকে আইনের আওতায় আনা হবে; কাউকে ছাড় দেওয়া হবে না।”


উপদেষ্টা আরও জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন। কিছু রাজনৈতিক দলের বক্তব্যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না—এ ধরনের প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখে নির্বাচন হবে। কে কী বললো—এটা শোনার দরকার নেই।”


এসময় তিনি বাজার পরিস্থিতির বিষয়ে বলেন, প্রচুর বৃষ্টিপাতের কারণে শাক-সবজির দাম কিছুটা বেড়েছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসার সঙ্গে সঙ্গে দাম বৃদ্ধি পাচ্ছে, তবে কৃষকরা তা থেকে উপযুক্ত লাভ পাচ্ছেন না। বিশেষ করে আলুর পর্যাপ্ত মজুত থাকলেও মধ্যস্বত্বভোগীরা মূল্য বৃদ্ধি করছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা