বাংলা একাডেমির প্রবর্তিত চার পুরস্কার পাচ্ছেন যারা

বাংলা একাডেমির প্রবর্তিত চার পুরস্কার পাচ্ছেন যারা
বাংলা একাডেমি পরিচালিত সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার, কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার এবং সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত গুণীজনের নামও ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার (২১ ডিসেম্বর) বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবছর বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছেন শিল্পী সাধন ঘোষ। অপরদিকে ২০২০ সালের প্রবন্ধসাহিত্য সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ পুরস্কার পেয়েছেন রফিক কায়সার, কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার শাহরিয়ার কবির এবং সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন জুলফিকার মতিন।

আগামী শনিবার (২৬ ডিসেম্বর) বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৩তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী আজ
জাপানে বঙ্গবন্ধুকে নিয়ে জাপানি চিত্রকলা বইয়ের প্রকাশনা অনুষ্ঠান
সোহেল মাহমুদের থ্রিলার-উপন্যাস ‘অ-নির্বাণ’
একুশে বইমেলায় আলতামিশ নাবিলের 'অস্কারনামা'
‘কাব্যরাগে অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের মোড়ক উম্মোচন
বইমেলায় আলতামিশ নাবিলের 'বাংলার চলচ্চিত্রপাঠ'
বইমেলায় রাশেদুল মওলার ‘লকডাউনের লকারে’
বইমেলায় পাওয়া যাচ্ছে জহিরুল ইসলামের ‘এভিয়েশন ক্যারিয়ার’
একুশে বইমেলায় জান্নাতুল ফেরদাউস অনির ‘সরল অঙ্ক’