আজ সোমবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে উমামা ফাতেমা তার ভুলের কথা স্বীকার করে লেখেন, "আমি নিয়মবহির্ভূতভাবে হলে প্রবেশ করেছি, তাই হল প্রশাসনের কাছে ক্ষমা চেয়েছি।"
ফেসবুক পোস্টে তিনি আরও স্পষ্ট করে বলেন, "গতকাল আমি কোনো নির্বাচনী প্রচার বা মিটিং করতে হলে যাইনি। দীর্ঘদিনের মানসিক চাপ থেকে মুক্তি পেতে একজন বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।" তিনি জানান, রাত ১০টায় গেট বন্ধ হওয়ার আগেই তিনি হলে প্রবেশ করেছিলেন, তাই রাত দেড়টায় হলে প্রবেশের যে খবরটি ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। উমামা ফাতেমা জোর দিয়ে বলেন, কেউ প্রমাণ করতে পারবে না যে তিনি হলে ভোট চেয়েছিলেন।
এই ঘটনার পর থেকে ঢাবির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।