সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, এদিন কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিনোবাংলার শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ।
আর তালিকার তৃতীয় স্থানে থাকা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ।
আজ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো মধ্যে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ৯.৬৩ শতাংশ, সোনালী পেপারের ৭.২৬ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্টের ৬.৮৮ শতাংশ, শাইন পুকুর সিরামিকসের ৬.৬৭ শতাংশ, আর্গন ডেনিমসের ৬.৪২ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৬.৩৮ শতাংশ ও কেডিএস এক্সেসরিজের ৫.৮৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।
কাফি