যুক্তরাষ্ট্রে এলএনজি বাণিজ্য নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে এলএনজি বাণিজ্য নতুন রেকর্ড
কোভিড-১৯ এর মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের বাণিজ্য নিয়ে ভীষণ চাপের মুখে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে সেই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দিয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাণিজ্য। করোনার মধ্যেও যুক্তরাষ্ট্রের এলএনজি বাণিজ্য নতুন রেকর্ড।

২০২০ সালজুড়ে মার্কিন এলএনজি রফতানিতে অর্জিত হয়েছে একের পর এক নতুন রেকর্ড। এ ধারাবাহিকতায় সর্বশেষ নভেম্বরে ইতিহাসের সবচেয়ে বেশি এলএনজি রফতানির রেকর্ড গড়েছে দেশটি। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স ও অয়েলপ্রাইসডটকম সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের জানুয়ারিতে এক মাসে ইতিহাসের সবচেয়ে বেশি এলএনজি রফতানির রেকর্ড গড়েছিল যুক্তরাষ্ট্র। ইআইএর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম মাসে যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বাজারে প্রতিদিন গড়ে ৮১০ কোটি ঘনফুট এলএনজি রফতানি হয়েছিল। এর আগে কোনো একক মাসে দেশটি থেকে এত বেশি পরিমাণ এলএনজি রফতানি হয়নি। দেশটি জ্বালানি পণ্যটির সর্বোচ্চ রফতানির সেই রেকর্ড ভেঙেছে গত মাসে।

ইআইএর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বাজারে প্রতিদিন গড়ে ৯৪০ কোটি ঘনফুট এলএনজি রফতানি হয়েছে। সেই হিসাবে রেকর্ড সর্বোচ্চে তুলনায় গত মাসে যুক্তরাষ্ট্র থেকে প্রতিদিন গড়ে ১৩০ কোটি ঘনফুট এলএনজি অতিরিক্ত রফতানি হয়েছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি রফতানির ইতিহাসে এটাই এক মাসে সবচেয়ে বেশি এলএনজি রফতানির রেকর্ড। এর মধ্য দিয়ে গত মাসে এলএনজি রফতানি সক্ষমতার ৯৩ শতাংশ পূরণ করতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র।

প্রবৃদ্ধির বর্তমান ধারা বিবেচনায় নিয়ে চলতি বছরের জন্য এলএনজি সম্মিলিত রফতানির প্রাক্কলন বাড়িয়েছে ইআইএ। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সালে যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বাজারে প্রতিদিন গড়ে ৬৫৩ কোটি ঘটফুট এলএনজি রফতানি হতে পারে। জ্বালানি পণ্যটির এ বার্ষিক রফতানি পূর্বাভাস আগের প্রাক্কলনের তুলনায় ২ শতাংশ বাড়িয়েছে ইআইএ। মূলত করোনা মহামারীর মধ্যেও শীত মৌসুমজুড়ে বৈশ্বিক চাহিদা বাড়তির দিকে থাকায় যুক্তরাষ্ট্র থেকে এলএনজি রফতানির প্রাক্কলন বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাস উত্তোলনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় রয়েছে। দেশটিতে উত্তোলন হওয়া প্রাকৃতিক গ্যাসের বড় একটি অংশ এলএনজিতে রূপান্তরের পর সমুদ্রপথে রফতানি হয়। যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় শীর্ষ এলএনজি রফতানিকারক দেশ। স্ট্যাটিস্টার হিসাব অনুযায়ী, গত বছর সব মিলিয়ে ৪ হাজার ৭৫০ কোটি ঘনমিটার এলএনজি রফতানি করেছে যুক্তরাষ্ট্র।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি