সূত্র মতে, সম্প্রতি বেক্সিমকোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২২ নভেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ২২ টাকা ৩০ পয়সা। ২১ ডিসেম্বর তা ৩৭ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়। অর্থাৎ এক মাসে শেয়ারটির দর ১৫ টাকা ৬০ পয়সা বা ৭০ শতাংশ বেড়েছে।