একাদশে ভর্তির শেষ দিন আজ, ক্লাস শুরু সোমবার

একাদশে ভর্তির শেষ দিন আজ, ক্লাস শুরু সোমবার

চলতি শিক্ষাবর্ষের (২০২৫-২৬) একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত সময় শেষ হচ্ছে আজ রোববার (১৪ সেপ্টেম্বর)। নির্বাচিত শিক্ষার্থীদের আজই নিজ নিজ কলেজে গিয়ে ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। পরদিন সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হবে একাদশ শ্রেণির নিয়মিত ক্লাস।


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তৃতীয় ধাপের পরও দেশে ৫ হাজার ২৪০ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তি হতে পারেননি। এর মধ্যে ২৯৫ জন শিক্ষার্থীর জিপিএ-৫ রয়েছে।


মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক জানান, চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম প্রায় সফলভাবে শেষের পথে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পূর্ণ প্রক্রিয়াটি স্বচ্ছ ও ঝামেলামুক্তভাবে সম্পন্ন করতে পেরেছি। শিক্ষার্থীরা ঘরে বসেই আবেদন করতে পেরেছে, ফলাফল জানতে পেরেছে এবং ভর্তি নিশ্চিত করতে পেরেছে; এটি আমাদের জন্য একটি বড় অর্জন।


তিনি বলেন, বেশিরভাগ শিক্ষার্থীই তাদের পছন্দের কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। আমাদের লক্ষ্য হলো কোনো শিক্ষার্থী যেন শিক্ষার বাইরে না থাকে। আমরা সবাইকে নিয়ে আগামীকাল (সোমবার) থেকে একযোগে নতুন শিক্ষাবর্ষ শুরু করতে চাই।


এর আগে, গত ৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ভর্তির তৃতীয় ধাপের ফল এবং সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরবর্তী ৪৫ কর্মদিবসের মধ্যে ভর্তি ও ক্লাস শুরুর পুরো প্রক্রিয়া শেষ করতে হবে।


এবারও একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করা হয়েছে। শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে বেছে আবেদন করতে পেরেছেন। ভর্তি ফি অঞ্চল ও কলেজভেদে এক হাজার থেকে আট হাজার পাঁচশ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।


নীতিমালা অনুযায়ী ৯৩ শতাংশ আসন উন্মুক্ত রাখা হয়েছে। মুক্তিযোদ্ধা কোটাসহ বাকি সাত শতাংশ আসন সংরক্ষিত। সমান জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে নম্বর বিবেচনায় মেধাক্রম ঠিক করা হয়েছে। নিজ কলেজে এসএসসি পাস করা শিক্ষার্থীরা অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি