শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত 'উন্নয়ন ভাবনা' শীর্ষক এক মতবিনিময় সভায় ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে তিনি এসব কথা বলেন।
ড. হেলাল উদ্দিন বলেন, বেকারত্ব বৃদ্ধির কারণে সমাজে অপরাধ প্রবণতা বাড়ে। এ সমস্যা সমাধানে সুপরিকল্পিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি অভিযোগ করেন যে অতীতের সরকারগুলো জনগণের উন্নয়নে মনোযোগী না হয়ে নিজেদের দুর্নীতির মাধ্যমে অর্থ পাচার করেছে। তিনি বলেন, ব্রিটিশ ও পাকিস্তানি শোষকদের চেয়েও বাংলাদেশের শাসক গোষ্ঠীগুলো দুর্নীতিতে এগিয়ে ছিল।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকে শোষণের বিরুদ্ধে আপোসহীন সংগ্রাম করে আসছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা কোনো পরাশক্তির কাছে মাথানত করবে না এবং প্রয়োজনে আরও জীবন দিতে প্রস্তুত।
ড. হেলাল উদ্দিন তার নির্বাচনী এলাকা ঢাকা-৮ নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, এই এলাকাকে নতুন বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তোলা হবে। তিনি শাহবাগ, রমনা এবং সোহরাওয়ার্দী উদ্যানকে পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দেন।
যানজট নিরসনের বিষয়ে তিনি বলেন, হকারদের উচ্ছেদ করে কর্মহীন করা হবে না। বরং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। নির্দিষ্ট স্থান নির্ধারণ করে হকারদের ব্যবসার সুযোগ দেওয়া হবে, যার ফলে বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি যানজটও কমবে। তিনি আশ্বাস দেন যে জামায়াত ক্ষমতায় গেলে ফুটপাতের দোকানদার থেকে শুরু করে বড় ব্যবসায়ীকেও কোনো প্রকার চাঁদা দিতে হবে না। তিনি ঢাকা-৮ আসনের জনগণের কাছে তার দলকে সমর্থন করার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।