সূত্র মতে, রবিবার (২৮ সেপ্টেম্বর) কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ৬৫ শতাংশ কমেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭৫ শতাংশ কমেছে।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মিথুন নিটিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৫৪ শতাংশ কমেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, নর্দার্ন ইসলামি ইন্স্যুরেন্স, জাহিন স্পিনিং, এটলাস্ট বাংলাদেশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড এবং সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
এসএম