ভ্রাম্যমাণ আদালতে এয়ারওয়েজকে ৫ লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতে এয়ারওয়েজকে ৫ লাখ টাকা জরিমানা
যাত্রী করোনা শনাক্ত হওয়ার পরও তাকে ফ্লাইটে নেওয়ার কারণে কাতার এয়ারওয়েজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে দায়িত্বজ্ঞানহীন আচরণের অভিযোগে যাত্রীকে ১০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিকবিমানবন্দরে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী আফরোজ-এর ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আলী আফরোজ জানান, গতকাল শুক্রবার কাতার এয়ারওয়েজের ফ্লাইটে মোহাম্মদ মুন্না নামে করোনা পজিটিভ এক প্রবাসী দেশে ফেরেন। পরে স্বাস্থ্য পরীক্ষায় করোনা শনাক্ত হলে তাৎক্ষণিক তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আর যাত্রী বহন করায় এয়ারওয়েজকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল জানান, করোনা পজিটিভ যাত্রী লেবানন থেকে কাতার হয়ে বাংলাদেশে আসেন। তার কাছে থাকা সনদে স্পষ্টভাবে তাকে করোনা পজিটিভ দেখানো হলেও এয়ারলাইন্স কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও গাফিলতিতে তিনি দেশে চলে আসেন।

করোনা নেগেটিভ সনদ ছাড়া যাত্রী পরিবহনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিষেধাজ্ঞা রয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় (২৫ ডিসেম্বর সকাল ৮টা থেকে ২৬ ডিসেম্বর সকাল ৮টা পর্য়ন্ত) শাহজালাল বিমানবন্দরে ১৭টি ফ্লাইটে দুই হাজার যাত্রী আসেন। কাতার এয়ারলাইন্সে আসা ওই যাত্রী ছাড়া সকলে নেগেটিভ সনদ নিয়ে এসেছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়