মুক্ত হয়েছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া

মুক্ত হয়েছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া
কভিড-১৯ থেকে মুক্ত হয়েছেন অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী নুসরাত ফারিয়া। চলতি মাসের ১২ ডিসেম্বর তাদের দুজনের আক্রান্ত হওয়ার খবরটি প্রকাশ্যে আসে। তখন তারা আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছিলেন।

আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া দুজনই তাদের করোনা রিপোর্ট নেগেটিভ আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নুসরাত ফারিয়া বলেন, আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে গত সপ্তাহে। এরই মধ্যে আমি কাছে ফিরেছি। নারায়ণগঞ্জ ক্লাবের একটি শোতে গতকাল (শনিবার, ২৬ ডিসেম্বর) পারফর্ম করেছি। আক্রান্ত হওয়ার পরও আমার শারীরিক কোনো জটিলতা ছিল না, এখনো নেই। সবাই নিরাপদে থাকুন।

এদিকে রবিবার ফেসবুকে ভিডিওবার্তায় আরিফিন শুভ বলেন, গতকাল রাতে আমি করোনার দ্বিতীয় টেস্ট করিয়েছি, তা নেগেটিভ এসেছে। আল্লাহকে অসংখ্য ধন্যবাদ। করোনা থেকে বেরিয়ে এসেছি। পরবর্তী সময়ে কমন দুটি ঝামেলা হয়। একটি হচ্ছে শ্বাস-প্রশ্বাসের সমস্যা ও শারীরিক দুর্বলতা। এই দুটি আমার আছে। আমি সর্বোচ্চ সতর্কতা অবলম্ব করার চেষ্টা করছি।

শুভ বলেন, আমি ঠিক আছি, তবে শ্বাস-প্রশ্বাসের সমস্যাটা একটু জ্বালাচ্ছে। চিকিৎসক যা যা প্রয়োজনীয় টেস্ট দিয়েছেন সবগুলো করিয়েছি। আশা করছি খুব শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে যাব। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ফারিয়া ও শুভ দুজনই জানিয়েছেন, ২ তারিখ থেকে তারা শুটিংয়ে ফিরছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার