নাটোরে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

নাটোরে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন
প্রধানমন্ত্রীর অনুমোদিত ড. এমএ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় নাটোরে স্থাপনের দাবিতে মানববন্ধন করা হয়। গতকাল রোববার আয়োজিত এ কর্মসূচিতে জেলার বড়াইগ্রামের বনপাড়া পৌরসভা-সংলগ্ন হারোয়া ভবানীপুর এলাকায় বিশ্ববিদ্যালয়টি স্থাপনের দাবি জানানো হয়। এতে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেন।

নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া ফায়ার সার্ভিস থেকে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে এ মানববন্ধনে অংশ নেন তারা। এ সময় বনপাড়া বাজারের প্রায় সহস্রাধিক ব্যবসায়ী দোকানপাট বন্ধ রেখে এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধনকালে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ওয়াসেক আলী সোনার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু শামা, বণিক সমিতির সাবেক সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর চেয়ারম্যান কেএম জামিল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা নাটোরে ড. এমএ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বনপাড়া পৌরসভা-সংলগ্ন হারোয়া-বাহিমালি-ভবানীপুর এলাকায় ২২ একর খাসজমিসহ নর্থবেঙ্গল সুগার মিলের ৭০১ একর ইক্ষু খামার রয়েছে। পাশেই রয়েছে হেলিপ্যাড। অন্যপাশে রয়েছে কাদিরাবাদ সেনানিবাস, ঈশ্বরদী ইপিজেড, রূপপুর পারমাণবিক কেন্দ্র, ঈশ্বরদী ইক্ষু ও কৃষি গবেষণা কেন্দ্র।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি