সেপ্টেম্বরে বঙ্গবন্ধু সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ

সেপ্টেম্বরে বঙ্গবন্ধু সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ
বঙ্গবন্ধু সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী বছর ২০২০ সালের সেপ্টেম্বরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

আজ সোমবার (২৮ ডিসেম্বর) সাফের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

২০২০ সালের সেপ্টেম্বর মাসে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই ফুটবল প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। কিন্তু মহামারী করোনাভাইরাসের কারণে সেটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল।

সাফের সভায় চ্যাম্পিয়নশিপের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছর ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর। ভেন্যু থাকছে যথারীতি ঢাকা। সভায় বেশিরভাগ দেশ ওই তারিখে সম্মতি জানালেও ভারত নিজেদের মধ্যে আলোচনা করে পরে জানাবে।

২০২১ সালে সাফ আরও চারটি বয়সভিত্তিক প্রতিযোগিতা আয়োজন করবে। এ চারটি চ্যাম্পিয়নশিপ হলো ছেলেদের অনূর্ধ্ব-১৫ ও ১৮ চ্যাম্পিয়নশিপ ও মেয়েদের অনূর্ধ্ব-১৬ ও ১৯ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত হয়েছে সভায়।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের