সোমবার ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন। গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরীর সভাপতিত্বে এই ভার্চুয়াল কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উপ-প্রধান ইসকান্দার মিয়া।
আলোচনা সভায় অবৈধ অর্থপাচার রোধে লেনদেনে সচ্ছতা এবং সুশাসন আনতে বীমা প্রতিষ্ঠান এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিত কাজের প্রতি জোর দেন বক্তারা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএফআইইউ এর মহাব্যবস্থাপক মোহাম্মদ মাহবুব আলম, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক নাসির আহমেদ চৌধুরী এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইনুদ্দিন আহমেদ।
আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন বলেন, বীমা খাতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের তথ্য যাচাই এবং লেনদেন পর্যবেক্ষনের মাধ্যমে অর্থপাচার রোধ করা সম্ভব। তিনি আরো যোগ করেন, অটোমশনের ফলে শুধু মাত্র বীমা ব্যবস্থাপনা ব্যায়ই কমবে না, পাশাপাশি, প্রতিটি প্রক্রিয়া নির্ভূলভাবে করা সম্ভব।
বক্তারা বলেন, করোনা মহামারীতে পরিবর্তিত পরিস্থিতিতে সাধারন মানুষের কাছে সাধারন বীমার সুফল পোঁছে দিতে দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বাড়ানো প্রয়োজন।
বীমাখাতে অবৈধ লেনদেন প্রতিরোধে বছরের পর বছর ধরে কর্মীদের নিয়মিতভাবে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে বলে জানান গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী।