ঢাবিতে প্রক্টরিয়াল টিমের ওপর হামলা, আটক ৪

ঢাবিতে প্রক্টরিয়াল টিমের ওপর হামলা, আটক ৪
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের সদস্যদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে।এতে টিমের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনায় প্রক্টরিয়াল টিম চারজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রক্টরিয়াল টিমের সদস্যরা জানান, করোনা পরিস্থিতির কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনের চায়ের দোকানগুলো দিনের বেলায় তুলে দিলেও সন্ধ্যায় তারা আবার দোকান বসায়।কিন্তু দোকানগুলো আবারও বসে। আবার রাত পৌনে ১০টার দিকে সেখানে গিয়ে টিমের সদস্যরা তাদের চলে যেতে বলেন। দোকানদাররা চলে যাওয়ার প্রস্তুতি নিলেও সেখানে বাইক নিয়ে বেশ কয়েকজন বহিরাগত বসে থাকে।বহিরাগত কয়েকজন ব্যক্তিকে চলে যেতে বললেও তাঁরা যাচ্ছিলেন না। তাঁদের কোনোভাবেই বোঝানো যাচ্ছিল না। একপর্যায়ে তাঁরা টিমের সদস্যদের ওপর হামলা চালান৷ হামলায় টিম সদস্যদের কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বহিরাগত চারজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। তাদের মধ্যে দুইজন নারী এবং বাকি দুইজন পুরুষ।

প্রক্টর গোলাম রব্বানী বলেন, হামলার ঘটনায় চারজন বহিরাগতকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশীদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের ওপর হামলাকারী চারজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি