বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ১২ জানুয়ারি থেকে। আবেদন করা যাবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা
গাড়ী চালক—২৮০
মেকানিক (গ্রেড বি)—২৫
গাড়ি চালক—১৮৬
স্পিডবোট চালক—৯৬
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক—৭
হিসাব সহকারী—৪
টাইম কিপার—১
ক্রয় সহকারী—১
মেকানিক (গ্রেড ডি)—৮
ডেসপাস রাইডার—১৫
স্টোর ম্যানিনিয়েল—১
ক্লিনার/হেলপার—৫১
অফিস সহায়ক—৯
নিরাপত্তাপ্রহরী—২৫
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। আবেদনের শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে। প্রার্থীর বয়স ১-১-২০২১–এ ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://dgt.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত জমা দিতে পারবেন।