৮৪ বছর বয়সি ব্লাটারের শারিরিক অবস্থা কোনো সময়েই খুব আশংকাজনক ছিল না উল্লেখ করে তার কন্যা কোরিনে ব্লাটার অ্যান্ডেনমেটেন এর উদ্বৃতি প্রকাশ করেছে ব্লিক। সেখানে তিনি বলেছেন, 'আমার বাবা হাসপাতালে। প্রতিদিন তিনি সুস্থতা ফিরে পাচ্ছেন। তবে তার বিশ্রামের জন্য পর্যাপ্ত সময় দরকার। পরিবারের পক্ষ থেকে আমরা গোপনীয়তা কামনা করছি।'
দীর্ঘ ১৭ বছর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফায় কর্তৃত্ব করার পর ২০১৫ সালে পদচ্যুত হন ব্লাটার। ২০১১ সালে তৎকালীন উয়েফা বস মিচেল প্লাতিনিকে নিয়ম বহির্ভুতভাবে ২০ লাখ সুইস ফ্রাঙ্ক প্রদান করার দায়ে তিনি ছয় বছরের জন্য ফুটবল সংশ্লিষ্ট সব কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ হন। বর্তমানে 'প্রতারণা' ও 'বিশ্বাস ভঙ্গ' করার অভিযোগে ব্লাটার ও প্লাতিনির বিরুদ্ধে সুইজারল্যান্ডে তদন্ত চলছে।