ইতিমধ্যে শুরু হয়েছে প্রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এই রেজিস্ট্রেশন করা যাবে সরকারি মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে। এতে ফল প্রকাশের দিন ঘরে বসে মোবাইলেই মিলবে ফলাফল।এক বিজ্ঞপ্তিতে প্রি-রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে টেলিটক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ঘরে বসে ফল পেতে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে।
প্রি-রেজিস্ট্রেশন করতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষাবোর্ডের নাম লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবারো স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে। উদাহরণ— HSC Bord Name Roll Year।
করোনা মহামারির কারণে বাতিল করা হয় ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল গড় করে প্রকাশ করা হবে এইচএসসির ফল।