সংস্থাটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, চীনের বাইরে নতুন কয়েকটি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমনের বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ ।
তিনি জানান, এখন পর্যন্ত সিঙ্গাপুরে কারোনা ভাইরাসে আক্রান্ত পাঁচ বাংলাদেশির অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে দেশে এখনো কোন রোগী পাওয়া যায়নি। এই ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর কাজ করছে বলেও জানান তিনি।
এদিকে চীনে রোববার পর্যন্ত ২৪৪৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। এরমধ্যে বেশিরভাগই উহান শহরের বাসিন্দা। চীনে করোনা আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ছাড়িয়েছে।